বলেছি তাকে, বোধ হয় রেডিও বা টি ভিতে
ঝড়ের আগাম সতর্কবার্তা শোনোনি। ঝড়
শুরু হতে পারে সেও হয়তো ভাবোনি।
নদীতে নাও ভাসিয়ে একটু যেতে না যেতেই
পড়লে ঝড়ের কবলে। বলার উপায় আছে
ভুল যে করেছিলে!
দেখছ এখন তার কী তাণ্ডবলীলা চলছে
চারিদিকে। নাও চড়ায় পৌঁছে বাঁধলো গিয়ে
পাঁকে।
পরিস্থিতি গড়ালো যেদিকে, কে আর ফিরে
তাকাবে সেদিকে।
আগাম সতর্কবার্তা শুনলে হয়তো দেখতে
হতো না এই কান্ডখানা। কে, দেখেছে আগে
ঝড়ের এমন দৌরাত্মপনা।
এখন তাকিয়ে থাকতে হবেই ব্রেকিং নিউজ
এর দিকে। করবে কী? লক্ষ্য রাখতেই হবে
কখন ঝড় থামবে সেই খবরের দিকে।