এই বিশ্বে কত কী ঘটে!
অমাবস্যার রাতে মেঘে ঢেকেছে আকাশ,
একেবারে সন্ত্রাসী কায়দায়।
রাশ আলগা করে একে একে মুখ ফিরিয়ে
নিয়েছে সূর্য ও চাঁদ। তারকামণ্ডলী মেঘের
ঘোমটার আড়ালে ফেলছে দীর্ঘনিশ্বাস।
রাত দেড় টা, চারদিকে আঁধারের ঘনঘটা।
ঘুমপাড়ানি নিদ্রা দেবী, কী জানি কেন যে
আসেনি ঘুম পাড়াতে। কেউ নেই জেগে
সারা পাড়াতে।
নির্ঘুম, মেজাজটা বিগড়েছে রাগে! অগত্যা
কী করি? বসে আছি বাতায়নে। লোডশেডিং,
বাতিস্তম্ভ মুদেছে আঁখি সেইক্ষনে।
ক্ষণে ক্ষণে বাদুড়ের ডাক ভেসে আসছে
কানে।
মনে জাগছে প্রশ্ন, জেগে আছি এ কোন
কুক্ষণে?
দেখছি কতিপয় জোনাকি জ্বলছে মিটিমিটি,
তারা-ই যেন এই বিশ্বভূবনে অগতির গতি,
পোড়াচ্ছে নিজেদের যেন দায় কাঁধে এই
বিশ্বকে আলোকিত করতে।এই বিশ্বে এমনি
কত কী ঘটে!
অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো, যেন কার
ইশারায়, ‘জোনাকিরা, দায় কাঁধে এই ভুবন
আলোকিত করতে নিজেদের এভাবে পোড়াবি
আর কত?’