একি শোনালে কাকাতুয়া একটি দেশে
প্রতিটি নির্বাচনেই মৃত্যুর বান ডেকেছে,
কেউ দেখেনি কখনো সঠিক হিসাব কষে
কত গ্যালন রক্ত গঙ্গা দিয়ে বয়ে গেছে।
কাকাতুয়া, ভোট লুটেরা করছে তামাশা?
সেদেশে এই সময় চলছে কি রাহুর দশা?
ভোট ও গণনা পর্বে নিশ্চয় চলছে তামাশা
লুটেরা অস্ত্র হাতে ভোট লুট করছে খাসা।
এই দশা হলে নিরীহ ভোটাররা করবে কী?
তারা ভোটকেন্দ্রে শক্তি প্রদর্শন করবে নাকি?
ভোট দেবেই নাকি অস্ত্র হাতে লড়াই করে?
কাকাতুয়া, মরণকাঠি কি গণতন্ত্রের শিয়রে?
জানো পাখি, এর সুরাহার পথ আছে বৈকি
ইভিএম এর সাথে বায়োমেট্রিক জুড়বে কি?
বায়োমেট্রিক হলে ইভিএম এর তালা চাবি
লুটেরা তখন আর ভোট লুটতে পারবে কি?