হেসে বললো শকুনি, শোনো ভাগ্নে দুর্যোধন
যুধিষ্ঠিরের সাথে পাশা খেলা চলছে যখন
অধর্মের পক্ষ নিয়েই পাশা খেলছি আমি,
ধর্মের তোয়াক্কা করি না, জানে অন্তর্যামী
ছলেরও আশ্রয় নি’ যখন দাঁড়ায় প্রয়োজন।

মজলিসে থাকো, এখেলায় তোমার ভয় কী?
খেলছি কপট পাশা, পাণ্ডবেরা তোমার করবে কী?
এযাবৎ যুধিষ্ঠির তো বারে বারে হেরেছে,
খেলতে এসে একবারও কি জয়ী হয়েছে?
পান্ডবদের হারানোর আছে আর কিছু বাকি?

দেশে দেশে অধর্ম কায়েম করবো ভেবেছি
বহুদিন আগে থেকে একাজে নেমে পড়েছি
সেজন্য কত কী করেছি না বলাই ভালো
কত নদী নালার জল ঘোলা করতে হলো।
ভাবলে এখন আমি চুপ করেই বসে আছি?

এ রাজ্যে অধর্ম কায়েম করতে করেছি বন্দোবস্ত
যা-ই বলবো তাতে সায় দিতে কোরো না ইতস্তত
পান্ডবদের পাঠাবে বারো বছরের বনবাসে
তারপরেও এক বছরের জন্য অজ্ঞাতবাসে।
অধর্ম কায়েম করতে না-করলে হবে এটুকু কষ্ট?