গভীর রাতেও ঘুম আসেনি। যখনি মজেছি
নিদ্রাদেবীর আরাধনায় হঠাৎ একটা দমকা
হাওয়া এসে লাগলো খোলা জানালায়।
বাইরে বেরিয়ে দেখি আকাশ ঢেকেছে ঘন
কালো মেঘে। চারিদিকে অন্ধকার। কতগুলো
পথ কুকুরের ডাক শুনে বুঝেছি ওদের চোখে
ঘুম নেই, আছে জেগে।
মাঘে বজ্রগর্ভ মেঘ দেখে মনে জেগেছে ভয়।
বুক করেছে দুরু দুরু, কি জানি কী হয়!
বেতারে জানতে চেয়েছি কী বলে আবহাওয়া
দপ্তর। আকাশবাণী ও দিতে পারেনি কোনও
সুখবর।
খবরে জেনেছি ধেয়ে আসছে আয়লার চেয়েও
বিধ্বংসী ঝড়। দশ নম্বর মহাবিপদ সংকেত
ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর।
অচিরে বেজেছে বিপদ সংকেত, সাইরেন।
মাঝি মাল্লাদের সাগরে যেতে বারণ। ঝড়ের
সময় লঞ্চ ডুবি হতে পারে।
শুরু হয়েছে লোডশেডিং। শিয়রে সংকট।
অন্ধকার ঘরে ঘুরে বেড়াল কালো বিড়াল।
পরিস্থিতি যেদিকে গড়াল ভালো মনে হয়নি
দিনকাল।
এক অর্বাচীন গৃহস্থ বলে ফেললো নিজেকে
লাগছে বড়ো অসহায়। দেখছি গৃহেও স্বস্তির
নিঃশ্বাস ফেলা কঠিন। ঘরের বাইরে বেরলে
পথচলা দায়।
জরুরী প্রয়োজনে বাইরে বেরোতে একমাত্র
ভরসা হাতের হারিকেন! ঝড়ের ঝাপটা এসে
লাগলে তারও আয়ু কতক্ষণ, কে জানে!