উনুন থেকে উঠেছিল যখন কালো ধোঁয়া
দাউদাউ করে জ্বলে ওঠার ছিল অনুকূল আবহাওয়া
জ্বলন্ত দেশলাই কাঠিতে ফুঁ দেওয়ার মতো
দরকার ছিল কি ঝড়ের গতিতে হাওয়া-দেওয়া?

কেন যে সেই কাজ করলে আগ বাড়িয়ে!
কালো ধোঁয়া তোমার মুখ ঢাকতে পারে এই ভয়ে?
দেখেছে সবাই কী কাজ করেছ
কাজটি মোটেও করতে পারোনি কারো নজর এড়িয়ে।

নিভেছে আগুন, পারবে কি এর দায় এড়িয়ে যেতে?
সংশয় কি তোমাকে দেখা যেতে পারে আদালতে
উঠতেও হতে পারে আদালতের কাঠগড়ায়
কেন ঝড়ের গতিতে হাওয়া দিয়েছ তার ব্যাখ্যা দিতে।