ঝড় থেকে সুরক্ষায় খুঁজে বেরিয়ে আশ্রয়স্থল
বাবুই, উঁচু গাছে বাসা বেঁধে সেটি জুটেছে কী?
যেমন চেয়েছ পেয়েছ কি সেই সুরক্ষার বলয়
ঝড় থেকে সুরক্ষায় খুঁজে বেরিয়ে আশ্রয়স্থল?
ফণী চোখ রাঙালে জীবন হবে নাতো বিকল?
সাধের ঘর নিয়ে পাতা খসে পড়লে করবে কী?
ঝড় থেকে সুরক্ষায় খুঁজে বেরিয়ে আশ্রয়স্থল
বাবুই, উঁচু গাছে বাসা বেঁধে সেটি জুটেছে কী?