লাল রঙের ওই ঘুড়িটাকে দেখে পাচ্ছো ভয়
যদি সেটি তোমার ঘুড়িটাকে কাটতে আসে?
মনের ভেতর এমন ভাবনাই কি হচ্ছে উদয়?
লাল রঙের ওই ঘুড়িটাকে দেখে পাচ্ছো ভয়?
কেটে দেয় যদি তোমার ঘুড়ি জাগছে সংশয়?
ঘুড়ি দুটো নিজেদের মতো উড়লে ভয় কিসে?
লাল রঙের ওই ঘুড়িটাকে দেখে পাচ্ছো ভয়
যদি সেটি তোমার ঘুড়িটাকে কাটতে আসে?