দাঁড়াও। এগিয়ে যাওয়া হবে না আর
দরকার ছিল এ পথে কোথাও সীমারেখা টানার।
টেনেছি সামনে যা দেখো এটাই সেই সীমারেখা
তারপর কাঁটা বিছানো, এগিয়ে যেতে পারবে না আর।
কাঁটা? বটেই তো! অভিনয় নয় কি অসাধারণ শিল্প?
তোমাদের দাঁড় করিয়ে দিতে সেটি শিখেছি কি অল্প?
শিখেছি পাগলের অভিনয়ও করে দেখাতে
ভেবো না, যে কথা বলছি এখন, সেটি নিছক-ই গল্প।
গুরুজী, আমাকে কম কি অভিনয় শিখিয়েছেন?
তার অভিনয় দেখে কে কখন স্থির থাকতে পেরেছে?
বারংবার জনতার হাততালিতে মঞ্চ উঠেছে কেঁপে
তিনি এই শিল্পকর্ম দেখিয়ে বাহবাও কুড়িয়ে নিয়েছেন।
এবার এ পথ অবরোধ করতে প্রয়োজনে আমি দাঁড়াবো
গুরুজীর মতোই পাগলের অভিনয় করবো
আমার বিশ্বাস দর্শকদের বাহবা কুড়িয়ে মঞ্চ ছেড়ে
আমিও সগর্বে বেরিয়ে আসতে পারবো।