পুকুরে সাঁতার কাটার অভিজ্ঞতা নিয়ে
নেমেছিলে সাগরে। ভেবেছিলে সাঁতার
কাটার অভিজ্ঞতা আছে যখন, কষ্ট কী
আর হবে সাঁতার কেটে পেরিয়ে যেতে
সাগরের ওপারে।
বোধ হয় ভাবোনি এই অভিজ্ঞতা যথেষ্ট
নয়। সাগরে সাঁতার কাটার প্রশিক্ষণও
নিতে হয়।
উত্তাল সাগরে কী কী পরিস্থিতি দাঁড়ায়
নুড়িয়াদের কাছ থেকে সেই অভিজ্ঞতাও
সঞ্চয় করোনি বোধ হয়।
ভাবোনি নিজ অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে
সাগরে সাঁতার কাটতে নামলে সাগরে
তলিয়ে যেতে হতে পারে? তখন বাঁচার
রসদ পাবে না আর ফিরে।
কেন যে ভেবেছিলে সাগরে সাঁতারের
প্রশিক্ষণ না নিলেও চলবে। শরীরকে
জলে ভাসিয়ে স্বচ্ছন্দে সাগর পেরিয়ে
যেতে পারবে।
হায় রে, মানুষের মনে অহংবোধ দিয়ে
কী অঘটন ঘটালে বিধাতা! সাগরের
জলে নামার পর অভিজ্ঞতা কী হলো,
বলবে সেই কথা?
এখন সেই আত্মবিশ্বাস ভেঙ্গে হয়েছে
কি খানখান? বুঝেছ সাগরে স্রোতের
টান?
বুঝেছ পুকুরে সাঁতার কাটার অভিজ্ঞতা
নিয়েই সাগরে সাঁতার কাটতে যাওয়া
বেমানান।  
জলে ভেসে বেড়ানো দুরস্ত, মস্ত বড়ো
ঢেউ এসে আছড়ে পড়েছে কি মুখে?
বুক কি দুরুদুরু করেছে বড় হা-করে
হাঙ্গর গিলে খেতে আসছে দেখে?
সাগরে যে চোরা স্রোত বইছে সেকথা
হয়তো ভাবোনি আগে। সেটি কুমিরের
মতো পা-টানছে দেখে সাপের মতোই
ফোঁস করেছ কি রাগে?
যদিও প্রাণ হাতে নিয়ে ফিরে আসতে
পেরেছ কোনমতে, কত লড়াই করলে
চোরা স্রোতের সাথে?
বোধ হয় ভালোই হয়েছে অভিজ্ঞতা।