ভেবেছি জমিতে ফলাবো সোনার ফসল
জলের অভাবে করা যায় নাকি চাষাবাদ?
খাল কেটে জমিতে জল না ঢোকালে নয়
নয়তো খরার কবলে ফসল হবে বরবাদ।

সেই ভাবনায় জলের জন্য কেটেছি খাল
ভাবিনি মোটেই কুমিরছানা ঢুকতে পারে
দেখছি এ জন্তুটি নিঃশব্দে ঢুকে পড়েছে
এখন সুযোগ পেলে সেটি পা টেনে ধরে।

পরিস্থিতি সেদিকে যেতেই এখন বড় ভয়
যদি পড়তে হয় এ হিংস্র জন্তুটির কবলে।
বুক করে দুরু দুরু সে যদি পা-টেনে ধরে
সোনার ফসলের স্বপ্ন যাবেই অথৈ জলে।