দেশটি স্বাধীন হলেও শ্রমজীবীদের এ কী হাল!
যারা ধরে রেখেছে দেশের হাল তারাই বেহাল।
বাঁচার ন্যূনতম চাহিদার পূরণ অথৈ জলে
ভাবেনি এই আর্থিক দুরবস্থা হবে একালে,
রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতাকে খাবে পঙ্গপাল।

যে জাতিকে থাকতে হয়েছে বহু বছর পরাধীন
তাদের স্বাধীনতার স্বপ্ন রামসেতুর মতো রঙিন
স্বপ্ন পূরণের জন্য দিয়েছে কত জীবন বলি
ভাবেনি অর্জিত স্বাধীনতার হবে জলাঞ্জলি
সর্বহারারা দেখছে তাদের আশার আলো ক্ষীণ।

স্বদেশীদের মধ্যেই চললে ক্ষমতার কাড়াকাড়ি
কালনেমী দেশ ভাগ করে দিয়ে গেছে সরাসরি
ক্ষমতালিপ্সুরা রয়েছে ক্ষমতার ভাগাভাগিতে
হায় রে, তাদের কে কতটা আগ্রহী জনহিতে!
বানরের পিঠে ভাগের গল্পটা কি ভুলতে পারি?

শ্রমিক কৃষক মাঠে-ঘাটে খাটছে সারাটা দিন
মুষ্টি অন্নে তারা সপরিবারে কাটাচ্ছে প্রতিদিন
কে পেয়েছে সাবলীলভাবে বাঁচার অধিকার?
স্বাধীন দেশে তাদের এ স্বপ্ন হয়েছে চুরমার
অর্থনৈতিক স্বাধীনতা বিনা স্বাধীনতা অর্থহীন।