দেবতাদের সাথে নিয়ে সমুদ্রমন্থন করেও হলো কী?
তাদের সাথে দক্ষতায় পেরে ওঠা রইলো বাকি
অপূর্ণ থেকেছে অমৃতের সাধ ভক্ষণ
গলাকাটা পড়লে, ভাবলে এবার করবে কী?
রাহু, সেবন করলে কি অত্যধিক গঞ্জিকা?
আগে বিদীর্ণ করেছিল যখন হিয়া
লকলকে জিভ, খিদের তাড়নাও ছিল বেশ
চোখে মুখে ফুটে উঠেছিল অতৃপ্তির ছায়া।
সাধ মেটাতে গিলেছ বহুবার চাঁদ ও সূর্যকে
এবার নজর পড়েছে কি ভিন্ন দিকে?
বোধ হয় সাধারণ মানুষের উপর পড়েছে দৃষ্টি
হলেও অনাসৃষ্টি, গিলছ তো বেশ জনগণকে।
শ্রমজীবীদের জীবন এসে ঠেকেছে বাঁকে
থেমে নেই নজর এবার শিক্ষা ও স্বাস্থ্যের দিকে
চলছে গ্রহণ, রাহূ সব গিলতে কত বাকি আর?
কী দরকার সভ্যতার আলো জ্বালিয়ে রেখে?
এখনো আলো যেটুকু রয়েছে সেও গিলে খাও
বসে না থেকে দ্রুততার সাথে এ কাজটি চালাও
সময় অল্প বাকি বাসনা অপূর্ণ রেখে লাভ কি?
ঢাকছ যখন অন্ধকারে চারিদিক ঢেকে দাও।