পাকা মেঝেতে পাঁক গড়ালে দাগ রেখে যায়
সেই কথাটি কি আজ আর বলার অপেক্ষায়?
ও মশাই, করতে পারো পাঁক নিয়ে ঘাঁটাঘাঁটি
স্বভাব দুষ্ট হলে সে আর কখনো বদলাবে কি?
স্বচ্ছ পাকা মেঝেতে পাঁক ঢালতে পারো বৈকি।
এযাবৎ কত বালতি পাঁক ঢেলেছ হিসাব আছে?
মেঝে পরিচ্ছন্ন রাখবে সেই ভাবনা ছিল মিছে।
গর্হিত এমন কাজ করেও ছাড় পেয়েছ বরাবর
এখন পরিস্থিতি বদলেছে, ছাড় পাওয়া দুষ্কর।
এতকাল গোয়েন্দাদের হয়রান কম করলে কি?
প্রশিক্ষিত কুকুরদের আনতেও বাকি রাখলে কি?
এতকাল পরে মেঘের আচ্ছাদনটি সরে গেছে
গোয়েন্দারা এর উৎসের হদিস খুঁজে পেয়েছে
তারা এখন নির্ভাবনায় পাঁক এলো কোত্থেকে
প্রশিক্ষিত কুকুরদের ছুটতে হবে না চারিদিকে।
এখন সকলে নাকি পরবর্তী ধাপের অপেক্ষায়
ভাবনায়, কে জানে, জল কোন দিকে গড়ায়!