দীর্ঘদিনের পেশা কালি নিয়ে ঘাঁটাঘাঁটি
লোকের স্বপ্নে কালি ছড়িয়ে চাপা দিতে হতো মাটি।
সেদিন ঘটলো এক অবাক কাণ্ড!
বেকারদের স্বপ্ন চুরি করে নিয়ে এলো এক পাষণ্ড,
সবেমাত্র গর্ত খুঁড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন মাটি চাপা দিয়ে উপার্জনের কড়ি গুনতে বসেছি
দু’দণ্ড ও দেরি হয়নি, হঠাৎই আকাশে কালো মেঘ ভল্লুকের মতো তেড়ে আসতে দেখেছি।
তারপর? গুম গুম শুরু হলো মেঘের গর্জন।
আকাশ ঢাকলো রাতের অন্ধকারে ঝড়বৃষ্টি থামলো যখন।
পরিণতি? স্বপ্নগুলো ভালোভাবে মাটি চাপা পড়লো তখন।
যারা স্বপ্ন দেখার অপেক্ষায় ছিল তারা স্বপ্ন দেখতে ভুলে গেল।
যে যাই বলো, একাজে রোজগার ভালোই ছিল।
কিন্তু দীর্ঘদিন একাজ করার পরে কী যে হলো!
জামায় লেগেছে কালি।
একবার ভেবেছি জামাটা ধুয়ে ফেলি
সেই চেষ্টা করেও কালির দাগ তোলা গেল না।
বুঝেছি তখন দাগটা লেগেছে মন্দ না।
অগত্যা উপায়? ভেবেছি জামাটাই বদলে ফেলি।