ভাবছি বসে তোমার নজর কোন দিকে?
ক্যালেন্ডারের কোন পাতায় চোখ বোলাও রোজ সকালে? আশ্বিনে, না চৈত্র- বৈশাখে?
মন কিসে টানে? ঢাকের সাজে, না ঝড় তুফানে?
কিসের আশায় বানে বিদ্ধ করলে আমার মন পাখিকে?
ভেবেছি তার রক্তক্ষরণে তুমি আচ্ছন্ন হবে দুখে
বুঝবে বোধ হয় করেছ কী ভুল,
গুনতে চাইবে ভুলের মাশুল।
দুঃখ প্রকাশ করে একটা বার্তা পাঠাবে,
মনটা একটু হলেও শিশিরে সিক্ত হবে।
আশায় আশায় পথের দিকে চেয়ে থেকেছি।
দিন সপ্তাহ মাস বছর পেরিয়ে বহু বছর গেল
কিন্তু সে আর হলো কই?
তোমার কাণ্ড দেখে মনে হলো নেপোয় খেল দই।
অথৈ জলে পড়ে বেড়েছে আমার বিড়ম্বনা,
আজও কোনও খবর এলো না।
এখনো মৌন আছো, বেশ তো!
আকাশ হয়েছে লাল, ঘনিয়ে আসছে সূর্যাস্ত।
এখনি একটা কিছু না -করলে
অচিরে অন্ধকার ঘনিয়ে এলে
সময় থাকবে না আর হাতে
কে জানে, জীবনতরী গিয়ে ঠেকবে কোন ঘাটে!