আমরা সবাই বুদ্ধিজীবী ভিন্ন পথের দিশারী
যে কোনোও বিতর্কসভায় ঝড় তুলতে পারি
বিতর্কসভায় বাকযুদ্ধ করি রাজায় রাজায়
এই যুদ্ধে কেউ কারোর চেয়ে কি কম যায়?
যুক্তিতে হারলে তর্ক শুরু করি গা-জোয়ারি।

বিশ্বজোড়া খ্যাতি আমরা সবাই তর্কবাগীশ
বিতর্ক চললে সমাধান সূত্রের পাইনা হদিস
সহমতের ভিত্তিতে সঙ্ঘবদ্ধ হবো কি
ইতিহাস ঘাটলে নজির আছে নাকি?
মনের মধ্যে সব সময় পুষে রাখি হাজার বিষ।

বিভীষণের সাথে সখ্যতা গড়ে তুলতে পারি
শত্রুদের অনুপ্রবেশে পথ দেখাতে নেই জুড়ি
স্বচ্ছন্দে করতে পারি তাদের গোলামি
চায় যদি দিতেও পারি বৈকি সেলামি
ইতিহাসে এমন নজির লেখা আছে ভূরিভূরি।

আয় রে, সময় হয়েছে সবাই আবার তর্ক করি
তর্কযুদ্ধ চলুক যেন সহমতে পৌঁছতে না পারি।
ইংরেজের গোলামি করেছি দু'শ বছর
আয়, এমন নজির বারংবার তুলে ধর
সেই খবর হাওয়ায় যেন ভাসিয়েও দিতে পারি।