জ্বলবে প্রদীপের সলতে? বেশ তো, তবে জ্বলো
রাতে অন্ধকার বিলীন হয়ে ঘরে ছড়াবে আলো।
তবে মোটেও নেই আর তেলের সংস্থান
পড়তে চেষ্টা করো এখনি বিধির বিধান
সামনে যা আছে দু’চোখে সবই দেখছ কালো?

সব জানালা বন্ধ, দেখবে কি করে সূর্যাস্ত হলো?
আলোর অভাবে অন্ধকারের যে ছোঁয়া লাগলো
দেরি আর কেন এখনি অভিযোজন রপ্ত করো
বাঁচার চেষ্টায় নিশাচরদের পথও ধরতে পারো
নয়তো ব্যাঙের মতো শীতঘুমে কাটানো ভালো।