বললো মাঝি, দিনভর ভবের হাটে কেনাকাটা করলেন কী?
বোঝায় ভরে এসব নিয়েই এখন ওপার ঘাটে যাবেন নাকি?
একটু শুনুন এ ঘাটে মালপত্র নিয়ে নাও-এ ওঠার নিয়ম নাই
দেখুন চেয়ে, যাত্রীরা সব মালপত্র ঘাটে রেখে যাচ্ছে একাই।
শুনছেন, এই ঘাট তো মোটেও মাল পারাপারের জন্যে নয়
বোঝায় ভরে যা খুশি নিয়ে ঘাট পেরিয়ে যাবেন, সেকি হয়?
কেনাকাটার আগে জেনে নিতে হতো এ ঘাটের নিয়মকানুন
সেসব না- জেনে বুঝে এসেছেন যখন, এখন একটু জানুন।
এ ঘাটের এটাই নিয়ম ও-পাড় ঘাটে যেতে হবে খালি হাতে
রেখে আসুন সাথে করে যাই নিয়ে এসেছেন এই পারঘাটে।