বাবুমশাই, সারাবছর ধরে চলছে তো বহুবিধ
প্রতিযোগিতা ঘরে বাইরে, একেবারে সর্বনিম্ন
স্তর থেকে বিশ্বের সর্বোচ্চ স্তর অবধি।
যদি একটি বিশ্বসেরার পদক জয় করা যায়
সেই নেশায় মাতোয়ারা হয়ে কত মানুষ ঘাম
ঝরিয়ে নিচ্ছে প্রস্তুতি।
ইতিউতি চারিদিকে চেয়ে দেখেছি দুর্নীতিতে
পদক জয়ের নেশায় ও মেতে উঠেছে অনেক
ব্যক্তি ও সংস্থা।
বিশ্ব সংস্থা হিসাব করেছে কিনা, জানিনা, তবে
প্রতিযোগীর সংখ্যা এই বিষয়েই যে সর্বাধিক
সেই বিষয়ে নেই কোনও সংশয়। বহু আগেই
শুনে এসেছি যে সয় সে রয়।
বাবুমশাই, শুনেছি আপনার নামও রয়েছে সেই
তালিকায়। প্রস্তুতিও একেবারে তুঙ্গে। যেভাবে
উঠেপড়ে লেগেছেন সেরা পদক জয়ের ব্যাপারে
হতে পারেন নিঃসংশয়।
আপনার খেলা দেখার নেশায় মাতোয়ারা। আজ
অবধি তন্নতন্ন করে খুঁজেছি এই প্রতিযোগিতা
চলছে কিবা হবে কোথায়?
ভেবেছি, দুর্গম প্রান্তে গিয়ে এই খেলাটি দেখতে
একটু কষ্ট হলেও কী আসে যায়?
পারিনি জানতে কখন ও কোথায় শুরু হবে এই
বিশ্বসেরার প্রতিযোগিতা? বৃথা চেষ্টা, সবজান্তা
কেও জিজ্ঞেস করে দেখেছি, সেও দিতে পারেনি
এর সদুত্তর।
মনে হয়, এই বিষয়ে উদ্যোক্তাদের আজ অবধি
পড়েনি নজর।
বাবুমশাই, একটু ভেবে দেখবেন, অতিসত্বর এই
প্রতিযোগিতা আপনার উদ্যোগে ও এখানেই শুরু
করলে কেমন হয়? আপনি এই বিষয়ে নিশ্চিন্তেও
থাকতে পারেন হবেই আপনার মুকুট জয়।