বলছে লোকে এখন দাঁড়িয়ে একী দিনকাল!
এদিকে বাঘের গর্জন, ওদিকে ডাকে শিয়াল
এ জন্তুদের কারণে কত প্রাণহানি হলো!
যথাযথ নজরদারির অভাবেই নাকি এই হাল।

এ সমাজ বন্যদের অভয়ারণ্য কি হতে পারে?
রসনার তৃপ্তির জন্য যাকে খুশি ছিঁড়ে খাবে?
নখরদের অত্যাচারে আর প্রাণের ভয়ে
দুয়ারে খিল এঁটে কে কত থাকতে পারে ঘরে?

সভ্য সমাজে নখরদের কি ছেড়ে রাখা যায়?
বর্তমান এ পরিস্থিতির জন্য কেউ নেবে দায়?
বুক চাপড়ে হয়নি, চাপড়াতে হবে কপাল?
অনন্তকাল থাকতে হবে সুদিনের অপেক্ষায়?

বন্যদের বিচরণক্ষেত্র ঘিরে আছে বেড়াজাল?
জাল দিয়ে ঘিরলে পরিস্থিতি হতো কি বেহাল?
এ জন্তুদের এখন এতো যে বাড়বাড়ন্ত
এ বিষয় নিয়ে কখনো ভেবেছে কি নগরপাল?