কাঁটাতার বলো, তুমি কাজটি পেয়েছ ভালো
দু’দেশের সীমানায় নজরদারি রাখলেই হলো
রাতদিন তাই দু’দিকেই নজর তোমার
কেউ কি করতে চায় অবৈধ পারাপার?
আর কারো কোনো কথায় কান না দিলে হলো।
না-দেখাই ভালো হিংসার পাল্লা কোথায় ভারী?
জাতি বা ধর্মীয় কারণে কে কাকে দেয় সুড়সুড়ি
কোনও দেশে মানবতা যায় যদি অস্তাচলে
করবে কী? ভাবুক সেদেশের সকলে মিলে
করে যাও নিজের কাজ সীমানায় নজরদারি।
যে দেশে হিংসার পাল্লা যতই ভারী হয় হোক
সচেতন জনগণ দাঙ্গা রুখতেই নেয় উদ্যোগ
মানবতার চেয়ে আছে কি বড়ো ধর্ম?
সে কথা হবে কি সকলের বোধগম্য?
কাঁটাতার, হিংসা থেকে ছড়াচ্ছে জটিল রোগ।
‘তুমি সরে দাঁড়াও নি কেন’ করবে দোষারোপ?
তোমাকে নিয়ে যদি করতে চায় করুক বিদ্রুপ।
ধর্মভিত্তিক রাষ্ট্রে আছে কতটা সুখ?
বলতে হবে না তারা নিজেরা ভাবুক।
করবে কী ধর্মের দোহাই দিয়ে বাড়ালে অসুখ?