বৃদ্ধ অশ্বত্থ গাছের নিচে ক'জন প্রবীণ করছেন
বলাবলি দীর্ঘদিন নদীগর্ভে জমেছে কাঁকর, নুড়ি,
বালি।
নদী নালায় জমেছে আবর্জনা ও নদী মোহনায়
পলি জমে বহু স্থানে গড়ে উঠেছে চর। সেখানে
এখন পরিবেশ হয়েছে এতো দূষিত দুর্গন্ধে পাশ
দিয়ে যাতায়াত করাও দুষ্কর।
তাদের আলোচনায় উঠে এলো বহুদিন আগেই
পলি ও আবর্জনার নিষ্কাশন প্রয়োজন ছিল। সে
আর হলো কই?
এখন জোয়ারের সময় সব আবর্জনা লোকালয়ে
ঢুকে গড়ে তুলছে আস্তানা। নোংরা জলে পথঘাট
করছে থৈথৈ।
গৃহস্থদের বসত ঘর? সেখানে দুষ্কৃতিদের মতো
ঢুকে পড়তে বাকি থাকে নাকি? রোগজীবাণু ও
ছড়িয়ে জনগণের স্বাস্থ্যহানি হচ্ছে, বৈকি।
দেখেছি পথচারীরা কথাগুলো শুনে করছে কি?
তাদের অনেকে মাথার চুলে কাটছে বিলি।
হয়তো ইতস্তত করছে তারা এখন করবে কি?
দেখেছি জনৈক বৃদ্ধ এই অবস্থা দেখে তাদেরকে
কাছে ডেকে বলেই ফেললেন, তোমরা এখনো
করছো ইতস্তত? মাথার চুলে কাটছ বিলি?
বলবে এই দুঃসময়ে বিলি কেটে হবে কি? কে,
কখন এসে সমস্যার সুরাহা করে দিয়ে যাবে
সেদিকে তাকিয়ে থাকবে নাকি?
সুস্থভাবে বাঁচার তাগিদে এখনি দলবেঁধে নেমে
পড়ো পলি ও আবর্জনা নিষ্কাশনের কাজে।