বনের রাজা,বনেজঙ্গলে শক্তি দেখানো তোমার সাজে
পশুদের উপর ঝাঁপালে কেউ পালাতে পারেনি সহজে
যখন যাকেই শিকার ধরেছ বাঁচার চেষ্টা কম করেছে?
তবু পালাতে পারলো কি? বধ করেছ খোশমেজাজে।
তাই বলে সামর্থ্য আছে কুমীরের সাথে লড়বে জলে?
কে জানে, মতিভ্রম হলো নাকি! জলেই পা-বাড়ালে
জলে কুমীরের সাথে লড়াই সংগত কিনা ভাবলে না
রাজা, কুমীরের সাথে লড়তে নামলে সাগর জলে?
এই লড়াই দেখতে বনের পশুরা এসেছে দলে দলে
দেখছি, কুমীরকে উৎসাহ দিচ্ছে ওরা সকলে মিলে
তোমার সর্বশক্তি প্রয়োগ করলেও ফল কী দাঁড়াবে?
রাজা, এই যুদ্ধে হারলে তোমার কীর্তি যাবে জলে।