নিজেকে যে যতই ভাবুক বড় তীরন্দাজ
ভাবছে নাকি করেছে কী? কপালে চিন্তার ভাঁজ?
আজ ভুল করলেও এখন ভেবে আর করবে কী?
নিজের হেফাজতে আর কোনও তীর আছে নাকি?
তীরন্দাজ, খেলতে এসে উল্লাসে মজেছিল বেশ
খেলেছে অনেক, এখন তীর ছোঁড়ার সময় শেষ।
এখন আকাশ মেঘে ঢাকা ভল্লুকের মতো কালো
চোখ থেকে আলোও যেন ঠিকরে বেরিয়ে এলো
এসময় মেঘের জোরালো গর্জনও যাচ্ছে শোনা
দিবাকরের আলোর মুখ দেখা যায় না।
তীরন্দাজ এখন কাঁটা বনে বসে করছে টা কী?
মন মানে না? হাতের তীর ফসকে গেছে?
মনের দুঃখে এখন বনে বসে ভাবছে নাকি
যে তীর ছুঁড়েছে লাগেনি কাজে,
জন্তুটার কানের পাশ দিয়েই সেটি চলে গেছে?
সে এসেছিল তো একটি মাত্র তীর নিয়ে
সেটিও যদি চলে যায় জন্তুটার কানের পাশ দিয়ে
এখন কাঁটা বনে লুকিয়ে বসে থেকেও করবে কী?
আজব জন্তুটার নজর এড়াতে পারবে কি?
জন্তুটা থাকবে কি আর বসে, চুপ করে?
নাকি সেটি পিছন ফিরে লকলকে জিভ বের করে
এবার তীরন্দাজের দিকেই আসবে তেড়ে?