বলেছি, ‘ও গরু! বাড়াবাড়ি করিস না তো মোটে
মুখ ফিরিয়ে না-রেখে খেয়ে নে যা দিয়েছি খেতে
শুনলি না, বরং জোরে দিলি ঘাড় নাড়া
ফলত যা খেতে দিয়েছি সব উল্টে পড়েছে মাটিতে।
তোর সাহস তো বড্ড বেশি, মনিবের কথায়ও ‘না’?
তোর কী যে হাল করতে পারি সেকথা ও ভাবলি না।
সাত ঘাটের জল খাওয়ানো?-সেও পারি
ক’ঘাটের জল খেয়ে দেখ, এ কাজ আর করবি কিনা।
যাবি কোথায়? তোর নাকে দড়ি পড়াতে কি কম জানি?
কত গরুর নাকে দড়ি পড়িয়েছি সেকথা কি শুনিসনি?
বাড়াবাড়ি করে তুইও ছাড় পাবি না
এই বার বেলায় তোর নাকেও দড়ি পরাবো এখনি।