এ কোন শাখা নদী
মূল নদীর জলধারা থেকে বিচ্যুত হয়ে চললে
নিরুদ্দেশে?
যাক গে, চলার পথে বাঁকে এসে হলো কি?
হারালে গতি?
এখানে কি সুযোগ সন্ধানী দাম এসে গড়লো
বসতি?
নিরুদ্দেশ যাত্রায় ঘটতে পারে এমন কত কি।
যেতেও হতে পারে মরুভূমির বুক চিরে।
কে জানে সে সময় কী ঘটবে দীপ্ত রোদ্দুরে।
এখন চলছ সরীসৃপের মতো বুকে হেঁটে?
চলতে কষ্ট হচ্ছে? গতি কি ফিরে পাচ্ছো না
কোন মতে?
নিরুপায়, করবে কী? এভাবে যেতে হবে বৈকি
মিললেও সাগরে এক ক্ষীণ ধারা একটা হড়পা
বান না-আসা অবধি।