বললো কেউ, 'ব্যবসা তো ভালোই বুঝি।
আমার পরামর্শ মেনে চলতে হলে রাজি
বলতে হবে না শিশুদের- হাত ঘুরলে নাড়ু দেবো।
মা লক্ষ্মীদের- না চাইতেই ঘড়া ভরিয়ে দেবো
সবার সব চাহিদা মিটে যাবেই সোজাসুজি।

নামতে হবে না কাউকে চাকরির ইঁদুর দৌড়ে
এ দেশে বেকারত্বও থাকবে না কোনও ঘরে।
এ কাজে লাগবেও না খুব বেশি পুঁজি
ফুটপাতে বসে ভাঁজতে পারলে দো-পিঁয়াজি
অল্প পুঁজিতেই শিল্পপতি তৈরি হবে ঘরে ঘরে।

কাজে নেমে বেকাররা খেটে করবে কামাল
দু’চার দিনেই ফুলে উঠবে তাদের কপাল’।
সেইসাথে ভাজে যদি নানান চপ ও সিঙ্গারা
খদ্দেরদের হাতে ধরাতে পারলে চা-ভাঁড় ভরা
বহু লোক লাগবে করতে ব্যবসার দেখভাল।

তবুও মুখ ভার, এখনো হয়নি কি বোধোদয়?
এমন ভাব করে আছিস দেখে ইচ্ছা তো হয়
দুঃখে এখনি মাটিতে খাই গড়াগড়ি।
ও রে, এরপর কী আর বলতে পারি
লেগে পড়, উদ্যোগপতি হতে লাগবে না সময়।

অল্পদিনেই উন্নয়নে হার মানবে লণ্ডন ও প্যারিস
ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখে নিস।
কী বললি? - সেসব হতে এখনো বহু বাকি
কেউ খেয়েছে বললেও, না আঁচালে বিশ্বাস কি?
দেখছি আজব কান্ড ঘরে বসে কত কী ভাবিস!'