চলছে সূর্যগ্রহণ?
রাহু সূর্যকে গিলে খাচ্ছে? খেতে দাও।
চুপ, মুখে কুলুপ এঁটে হাওয়ায় ভেসে বেড়াও
শরতের শুভ্র মেঘের মতন।
এই বিষয়ে মুখ খুলতে যেও না আর
কেতু চোখ পাকিয়ে এ দিকেই চেয়ে আছে
সত্য উন্মোচিত হলে সহ্য করবে এই ভাবনা মিছে
তার মুখ থেকে ষড়যন্ত্রের গন্ধ বেরুচ্ছে এবার।
ষড়যন্ত্র! ষড়যন্ত্র!
মেঘদের মতো কুন্ডলী পাকাচ্ছে নাকি বারবার।
জনগণের পাচনতন্ত্র ও ঘেঁটে দিচ্ছে এবার।
পরিস্থিতি দেখে ভাবতে বাধ্য হচ্ছে
দুর্যোগ কি ঘনিয়ে আসছে?
এভাবে চললে, কে জানে, ঘেঁটে দেবে কি রাষ্ট্রযন্ত্র?