সেদিন বিষন্ন মুখে তাকে একাকী বসে
থাকতে দেখে জিজ্ঞেস করেছি কেন সে
এভাবে বসে আছে?
প্রত্যুত্তরে বললো ভাবছে সে তার মৃত্যুর
পরে কেউ তাকে মনে রাখবে কিনা।
সেসময় পাশ দিয়ে যাচ্ছিলেন যষ্টি নির্ভর
অশীতিপর একজন বৃদ্ধ।
এ কথা তাঁর কানে যেতেই বলে উঠলেন,
‘একি চিন্তার বিষয়, ইতিহাস মনে রাখবে
কিনা?
এ নিয়ে এতোই ভাবছো যখন সেটি একা
বসে ভাবলে মন্দ না। তবে শুনে রাখো,
একথা ভাবলে নিশ্চয় ভুল হবে, ইতিহাস
কাউকে মনে রাখে না’।
বলি শোনো, দেখতে পারো ইতিহাস ঘেঁটে
সে সকলকে না হোক, অবশ্যই মনে রাখে
কুখ্যাত ও বিখ্যাত ব্যক্তিবর্গদের।
ইতিহাস থেকে বাদ গেছে কি চেঙ্গিস খাঁন,
লুইস গারাভিতোর মতো কুখ্যাত ব্যক্তিরা
কিংবা বিশিষ্ট নোবেল প্রাপকেরা?
তাদের কেউই ইতিহাস থেকে বাদ যায় না।
এবার নিজেই ভাবো ইতিহাসে তোমার ঠাঁই
হবে কিনা।