বোঝা এত সহজ নাকি রাষ্ট্র-নেতাদের মতিগতি?
বলছে কাকাতুয়া ভাষণে তারা সবাই সতীসাবিত্রী
তারা নেমে পড়েছে দেশের দুর্গতি নাশে
ভাষণ দিচ্ছে খুকখুক করে বেজায় কেশে
‘আর ক’দিন সহ্য কর, ঘোচাবো দেশের দুর্গতি’।
রথের চাকা গড়াবেই ঘটাতে দেশের অগ্রগতি
একটু না-হয় মেনে নাও বিশ্বের সেরা দুর্নীতি
উবে যায় যাক জনগণের রাতের ঘুম
তবু বাজাও ঢাকের বোল টাক-ডুমা-ডুম
পারো তো নাচো মনে না-রেখেই ভয় ভীতি।