শখ আহ্লাদ মিটিয়ে নিতে করলে কত কী!
বানর নিয়ে খেলা দেখাতে বাজালে ডুগডুগি
খেলা যা দেখালে সেগুলো মন্দ না
আগে এসব কারোর ছিল না জানা
ভোজবাজিতে সব উবেছে, হাতে রইলো কী?
খেলা দেখার পরে এখন সবার মাথায় হাত
ভেবেছে নাকি এভাবে হতে হবে কুপোকাত?
তাদের এখন নেই আর চাল চুলো
ভাবছে সেসব কোথায় উবে গেল?
চিরস্থায়ী বন্দোবস্তের মতো হয়েছে রাত?
হারানো সম্পদ খুঁজছে বটে ইডি ও সিবিআই
তাদের ছাড়া সর্বহারাদের কোনোও গতি নাই।
সব হারিয়ে যারা এ সময় বিপন্ন
বাধ্য হয়ে হলো তাদের শরণাপন্ন
তাদের ছাড়া আর কারোর উপর ভরসা নাই।
খেলা শেষে কেমন আছো জানতে ইচ্ছা করে
সন্ধ্যা হলে প্রতিদিন ঝাড়বাতি জ্বলে কি ঘরে?
সর্বহারাদের দীর্ঘশ্বাস যায় কর্ণকুহরে?
সিবিআই ইডি দুয়ারে কি করা নাড়ে?
মনে কি হয় তারা এসেই নিয়েছে ঘুম কেড়ে?