বলি শোনো, তোমার বুদ্ধিমত্তার তারিফ
না-করলেই নয়! এই বিষয়ে মনে নেই
কোনও সংশয়।
এইতো সেদিন তাকে ডেকে নিয়ে চুপিসারে
বলেছিলে, 'ভূতাত্ত্বিকেরা মাটি পরীক্ষা করে
বলে গেছে এখানে নাকি কতক প্রত্নতাত্ত্বিক
নিদর্শন মিলেছে। খনন কার্য চালালে আরও
বহু কিছুর সন্ধান মিলতে পারে'।
এই বিশ্বাসে তারা নিজেরা শলাপরামর্শ করে
কাঁটা তারের বেড়া দিয়ে এই অঞ্চলটি ঘিরে
দিয়েছে।
তাছাড়া, মাটি খোঁড়ার কাজে তোমাদের এই
দু’জন ছাড়াও সারা গ্রাম থেকে বহু লোককে
এই কাজে নিয়োগ করেছে।
তাকে এই কথাও বলেছিলে চারদিকে সেই
লোকজন দলে দলে ভাগ হয়ে নেমেছে মাটি
খোঁড়ার কাজে।
মনে পড়ে,মাটি খুঁড়তে গিয়ে সেদিন যখনি
তোমরা দু’জন টুং-টাং শব্দ শুনতে পেয়েছ
তুমি তাকে কানে কানে বলেছিলে, ‘চুপ!
শোন, দেওয়ালেও কান আছে। টিকটিকিও
ঘোরাফেরা করছে চারপাশে। মনে হচ্ছে
মোহর ভর্তি ঘড়ার সন্ধান মিলেছে’। আর
অল্প একটু মাটি খুঁড়তেই যখনি মোহরের
ঘড়া বেরিয়ে পড়লো, তুমি তাকে বলেছিলে,
‘এই কথা চারদিকে জানাজানি হলে বাকিরা
ছুটে এসে ঘড়াটি নিয়ে করবে টানাটানি।
তখন মোহরগুলো হতেও পারে আমাদের
হাতছাড়া। তার চেয়ে সেই ভালো আমরা
এখনি নিজেদের মধ্যেই বোঝাপড়া করে
যদি মিটিয়ে ফেলি সমস্ত মোহরগুলোর
ভাগবাটোয়ারা'।
তোমার সাথী বন্ধুটি এমন পরামর্শে সায়
না-দিয়ে পারে? বলি, সন্তর্পণে এই কাজ
মেটাতে পেরেছ কি?