মেঘবালিকা,মেঘবালিকা
যখন মোদের হলো ই দেখা
বলছি তোকে একটু দাঁড়া।
চললি কোথায় একা একা?

দেখছি তোকে ই চারদিকে  
ছড়িয়ে দিয়ে চুল গুলোকে      
চেয়ে আছিস বেজার মুখে      
শুনতে পাস ডাকছে তোকে?

গলা ফাটিয়ে চাতক পাখি
ডাকছে তোকে কাতর হয়ে        
সব প্রাণী দের বেহাল দশা
জীব জগত গেছে ই মিয়ে।

কেন রে তুই পাগল পারা?
তোকে দেখেই ডাকছে যারা
জল তৃষায় ভুগছে তারা      
তাদের ডাকে দিস গো সাড়া।

সাড়াদিবি না বেজায় জোরে
চক্ষু দিয়ে আগুন তুলে
জল ঢেলে দে গগন তলে
চাষ আবাদের ক্ষতি হলে।

চারদিক হোক শস্য শ্যামল
নদী নালায় অঢেল জল
মাঠে নামুক সকল চাষী
সবার মুখে ফুটুক হাসি।