দেশটা তোমার লুটে খাওয়ার বিষয় নাকি?
সবাই দেখছে চেয়ে অস্ত্র হাতে করছো কি!
তোমাকে পেয়ে বসলে এমনি মারণ ব্যাধি
জনসাধারণ হাত গুটিয়ে বসে থাকবে কি?
চারদিকে যে তাণ্ডব নৃত্য করছো প্রতিনিয়ত
এ দৃশ্য দেখলে নন্দী ভৃঙ্গিরাও হার মানতো
দৃশ্যটা দেখেই মনে দাউ দাউ জ্বলছে আগুন
আজ আমার এই জীবনে ভিন্ন স্বপ্ন অঙ্কুরিত।
বলছি শোনো করছো যা সহ্য করা যায় কষ্ট।
কে দিয়েছে স্বাধীনতা করতে সকলকে সন্ত্রস্ত?
এদেশ নিয়ে আরও ছেলেখেলা চলবে নাকি?
ইচ্ছা তো হয় হাতে তুলে নি’ মারণঘাতী অস্ত্র।