'উন্নয়ন' যে কেউ নয় যেমন তেমন,
মস্ত বড়ো দৌড়বিদ। প্রতিযোগিতার
দৌড়ে হার মানেনি কখনো। সেজন্য
তাকে বাহবা দিতে কেউ ভুল করে না
কখনও।
পেটে খিদে, টললেও শরীর খিদের
জ্বালায়, মিশে গেলেও পেটে পিঠে,
হার মানা যায়? দৌড়লো সে পদক
জয়ের নেশায়।
এখন তার শরীর আর সায় দেয় না।
ইঞ্জিনে জ্বালানি না-ঢাললে গাড়িটি
আর চলে না।
একেবারেই জ্বালানি শূন্য। সেজন্য
সামনে যে খাবার পেয়েছে খেলেও
কী, মেটেনি খিদের জ্বালা। নজরে
পড়েছে ব্রিটানিয়া। এবার তারই
পালা।
বললো কাকাতুয়া, দেখেছে পাখি
‘উন্নয়ন’ চিবিয়ে খেলো ব্রিটানিয়া
এখন সাময়িক নির্ভাবনায়।
ভরপেট, নড়াচড়া করতেও শরীর
এখন সায় দেয় না।
হঠাৎ-ই হলো কী? ভাবছে উন্নয়ন,
হজমে কি বাদ সেধেছে? পেটটায়
ডাকছে কেন গুড়ুম গুড়ুম? চরম
অস্বস্তিতে সে এখন করবে কী?
চিত হয়ে থাকবে শুয়ে? আবারো
সে ভাবছে , লোকে বলবে কী?