লেজ আছে যখন লাগবে কোন কাজে?
শুধু মাছি তাড়ানো এই কি তার সাজে?
বলছে হনু, যাই তো আগে লঙ্কাপুরী
রাজার সাথে যদি দেখা করতে পারি
বোঝাই তাকে সীতাহরণ কি তার সাজে?

যুক্তি তর্কে তবুও যদি লঙ্কেশ্বর না মজে
রাগের বশে আগুন ধরিয়ে দেয় লেজে
চুপ করে থাকবো না মোটেই দু'দণ্ড
ঘটিয়ে দেবোই সেই দেশে লঙ্কাকাণ্ড
বুঝবে তখন লেজ লাগে কোন কাজে।