ভাঙ্গা কুলোয় লেগে থাকে ধুলো ও রোগজীবাণু
তারি হওয়া লাগলে গায়ে হতেই পারে কত কী।
ভাবছো কী? এই সত্যটি বুঝে উঠছ না এখনো?
ভাঙ্গা কুলোয় লেগে থাকে ধুলো ও রোগজীবাণু।
সত্যটাকে ফুৎকারে উড়িয়ে দেয় কেউ, কখনো?
তবু সেকথাটি মনে ঠাঁই দেবে না ভাবছো নাকি?
ভাঙ্গা কুলোয় লেগে থাকে ধুলো ও রোগজীবাণু
তারি হওয়া লাগলে গায়ে হতেই পারে কত কী!