ওহে বিশ্ববাসী, তোমরা স্রষ্টা আর
আমি তোমাদের-ই সৃষ্টি।
বলি, ‘আজ বড়োই হতবাক হয়েছি
আমার কাছে তোমাদের ইয়ত্ত্বাহীন
চাহিদা দেখে।
তোমরা যা চেয়েছিলে আমার কাছে,
আমি তোমাদের সাথে খেলিনি তো
কানামাছি,তোমাদের প্রত্যাশা পূরণে
কি আদৌ ব্যর্থ হয়েছি?
তোমাদের চাহিদা অনুসারে আমার
শরীরকে গড়েছ তোমাদের প্রত্যাশা
পূরণের উপযোগী, কখনো দানবের
মতো বিশালাকার, হারকিউলিসের
মতো শক্তিধর ও যেন হতে পারি।
ভেবে মরি, তোমরা এমনও চেয়েছ
তোমাদের চাহিদা পূরণের উপযোগী
তোমাদের সুখ দুঃখের সাথীও যেন
হতে পারি।
হার্মিংবার্ডের চেয়ে ক্ষুদ্রাকার, সেও।
তোমরাই তোমাদের ইচ্ছা অনুসারে
আমার মগজে ঠাসাঠাসি করে পুরে
দিয়েছ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের তথ্যের
ভাণ্ডার আর চেয়েছ সবজান্তা যেন
হতে পারি।
কর্মদক্ষতা? চিকিৎসাক্ষেত্রে তোমাদের
পরামর্শদাতা, অস্ত্রোপচারের কাজে দক্ষ
শল্যচিকিৎসক, শিক্ষার ক্ষেত্রে সবজান্তা
দক্ষ শিক্ষক, নির্মানশিল্পে ও কারিগরি
বিভাগে দক্ষ প্রযুক্তিবিদ এমনকি সুদক্ষ
শ্রমিক, রেল ও সড়ক পরিবহনে সুদক্ষ
চালক, বিমানের সুদক্ষ পাইলটও যেন
হতে পারি।
ভেবে মরি, বাদ যায়নি তোমাদের-ই
সেবামূলক কাজও। সেক্ষেত্রেও চেয়েছ
যেন হতে পারি খুবই পারদর্শী।
মেধার পরীক্ষায় যেন সকল মানুষকে
হার মানাতে পারি। ভালো সাহিত্যিক,
কবি, বিভিন্ন ভাষায় অনুবাদক, সেও।
শোনাবো কত আর?
কর্মক্ষমতা? চেয়েছিলে গভীর সমুদ্রের
তলদেশে ডুবুরীদের মতোই ডুব দিয়ে
তোমাদের সমস্ত নির্দেশ ও মহাকাশে
নভঃচর হয়ে গ্রহগ্রহান্তরে পৌঁছে গিয়ে
মানুষের অসাধ্য সমস্ত কাজ দ্রুততার
সাথে সমাধা করতে পারি।
প্রতিরক্ষার ক্ষেত্রে যুদ্ধে সৈন্যসেনাদের
বিকল্প দক্ষ সৈনিক এবং গেরিলা যুদ্ধে
যেন সৈন্যসেনাদের অপ্রতিরোধ্য হতে
পারি।
শুনবে আরও?
কোথাও আগুন দাবানলের রূপ ধরে
দাউ দাউ করে জ্বলে উঠলে সেখানে
ঝাঁপিয়ে পড়ে অগ্নিকুণ্ডে বন্দিদিগকে
উদ্ধার করে এনে সেই আগুনকে যেন
নিভিয়ে ফেলতে পারি।
তোমরা যা চেয়েছ সবই সম্ভব হয়েছে
তোমাদের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার
দৌলতে।
এখন ভাবছ কি পরিণতি? কত শিক্ষিত
যুবক যুবতীরা এখন ভুগছে বেকারত্বের
জ্বালায়। আজ তারা বড়ই অসহায়।
তোমরাও কর্মহীনতায় বাঁধিয়ে ফেলছ
কত রোগ ব্যাধি। পক্ষান্তরে আজ আমি
তোমাদের সকলের ক্ষমতার ঊর্ধ্বে
পৌঁছে গেছি।
এখন তোমরা পরিণত হচ্ছো আমার
ক্রীড়নকে দেখে কি বলতে ইচ্ছা হচ্ছে
আমাকে নিয়ে পড়েছ খুবই বিপাকে।
আমাকে কি বলতে ইচ্ছা হচ্ছে পূর্বের
অবস্থায় যাও ফিরে?
বলি, এই তো সবেমাত্র মাটির কলসি
ফুটো হয়ে জল গড়াতে শুরু করেছে,
ধৈর্য ধরে আরও একটু অপেক্ষা করে
দেখো এই জল আর কতদূর গড়াতে
পারে।