নিজেকে প্রচারের আলোয় রাখতে তাকে কত কী করতে হয়
নয়তো জনগণ সাগরের জলে ছুঁড়ে ফেলতে নেবে না সময়।
এসব করছে বলেই জনগণ আজও ছুটছে তার পিছে
বন্ধ করলে তার কাজ বুঝবে তারা আছে কোন দেশে
নিজেদের ভালোমন্দ না ভেবে তার পিছে কেন দিচ্ছে সময়?
নেশায় মত্ত যারা কেন যে ঘুরে বেড়াচ্ছেই তার পিছে পিছে
বুঝবে কবে তারা নিজেদের চরকায় তেল দিতেও ভুলেছে
ভাবছে নাকি তারা তাদের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে
বুঝবে কবে তাদের ভবিষ্যৎ যাচ্ছে একেবারে মিঁইয়ে?
তারা তাদের পরবর্তী প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলছে।