সেদিনও হায়েনা ও নেকড়ের বন্ধুত্ব ছিল বেশ
ইদানীং দাঁড়িয়েছে রেষারেষির পরিবেশ
দু'জনেই থাকে সুযোগের অপেক্ষায়
যে যাকে পারে কামড়ে ধরতেও চায়
বোঝাও দুষ্কর কতদূর গড়াবে এর রেশ।

দীর্ঘদিনের বন্ধুত্ব, বলি কি করে অপলকা
উভয়ে লোভী তবু তারা খায়নি একা একা
সারাবিশ্ব জেনেছে দুটোই পেটুক
খানিক পর পর ওদের লাগে ভুখ
যখনি পেট টিপে, দেখে একেবারে ফাঁকা।

না-খেলেই নয়, দুটোই খেয়েছে মিলি জুলি
কিছুতেই খাই মেটেনা সবাই করে বলাবলি
খেয়েছে দুটোই, কেউ কম কেউ বেশি
ভরেনি ওদের পেট খেয়েও এক খাসি
পেটে জ্বলে রাবণের চিতা, তাই তো খালি।

বোঝেনি দীর্ঘদিনের বন্ধুত্বের ধরবে যে চিঁর
সম্পর্কে ছেদ পড়ায় হায়েনা করেছে মনস্থির
'গিলে খেতে নেকড়ে যেহেতু করছে মানা
অভুক্ত, তাতে কী? ওকেও খেতে দেবো না।
দেখবো না-খেয়ে কে কত সময় থাকে স্থির।'

বলতে পারে না ওরা কেউই, যা যায় না বলা
জেদাজেদি চলায় এ সময় সহ্য করার পালা
পেটে দাউদাউ জ্বলছে রাবণের চিতা,
মুখ ফুটে বলতেও পারে না সেই কথা
দেখছে ওরা, কে সইতে পারছে কত জ্বালা।