আফিং-এর নেশা কী ভয়ানক বোঝা দুষ্কর!
সেসময় নেশাতুর রা করেছে ব্যাপক সমাদর
আদতে যে মাটিতে ছিল নুড়ি-পাথর
নেশার ঘোরে তাকেও করেছে কদর
বুক চিতিয়ে তাতে কেটেছে সাঁতার দিনভর।
দেখেছে মহাসাগরে আসছে বড় বড় ঢেউ
তার গর্জন বহুদূর থেকে শুনেছে যে কেউ
ঢেউ-এ অজস্র জাহাজ হয়েছে কাবু
মস্ত-বড় জাহাজও খেয়েছে হাবুডুবু
তবু নেশার ঘোরে স্বাগত জানিয়েছে ঢেউ।
বুক চিরে রক্ত ঝরেছে, রাখেনি সেই খবর
সুস্থ অনেকে হেঁকে বলেছিল, ‘বোঝা দুষ্কর,
কবে কাটবে তোদের এ নেশার ঘোর?
রাতের অন্ধকার কেটে হবে কি ভোর?
নেশার ঘোরে সে কথাকে করেনি সমাদর।
কেটেছে যখন আফিং-এর এই নেশার ঘোর
দেখছে রক্তে ভেসে মাটিও হয়েছে অনুর্বর
বুঝেছে খসাতে হবে গাঁটের কড়ি
সরাতে রক্তে ভিজা মাটি ও নুড়ি
নয়তো এই মাটিতে ফসল ফলানোও দুষ্কর।