বোঝালে হাবভাবে ভোগের আসক্ত বর্জিত
তুমি জনহিতে নিজেকে করেছ নিয়োজিত
বিপদগ্রস্ত অনেকের মনে জাগালে বিশ্বাস
তুমি বিপত্তারিণী হয়ে মেটাবে তাদের আশ।
হায় রে, এ কী মাদক তাদের করালে সেবন!
তারা নেশার ঘোরে এখন উচ্ছ্বাসে বেশ মত্ত।
সর্বনাশের দুয়ারে হোঁচট খেয়ে পড়লেও কী
নিজেদেরকে করতে পেরেছে নাকি সংযত?
তারা রয়েছে ঘোরে, দেখাতেই পারো উচ্ছ্বাস
এই সুবর্ণ সময় করতে পারো তাদের সর্বনাশ
ভেঙে চুরমার করতেও পারো তাদের বিশ্বাস
তবে ভেবোনা তারা থাকবে ঘোরে বারো মাস।