একলব্যের মতো করলে যখন সাধন পূজন
আর ভাবনা কী ঢাকি নিয়ে গুরুজী এসেছে।
ভাবছো নিষ্ঠায় আরাধ্য সাধন হয়েছে এখন
একলব্যের মতো করলে যখন সাধন পূজন?
চলছে দেখি গুরুদক্ষিণারও বেশ আয়োজন
ঢাকিও ঢাকে টাক-ডুমা-ডুম বোল তুলেছে।
একলব্যের মতো করলে যখন সাধন পূজন
আর ভাবনা কী ঢাকি নিয়ে গুরুজী এসেছে।