তেল ফুরালো? সলতে, জ্বলে পুড়ে শেষ হয়েছে?
প্রদীপ জ্বালাতে গিয়ে মনমরা হয়ে ভাবনা কেন?
কড়ি ফেললেই যত তেল লাগে সবই জুটে যাবে,
বহু মানুষও সলতে পাকাতে রাজি হবে, জেনো।
চারদিকে যা কিছু বাঁধছে সবই কড়ির অভাবে
আইন আদালতে মামলায় জিততেও কড়ি লাগে
ক’জন উকিল ফি ছাড়া মামলা লড়তে আসে?
ন্যায্য ফি দিলে বহু উকিল একাজে রাত জাগে।
আইনের জট পাকানো, জট ছাড়ানো সব পারে
দক্ষ উকিল রাতকেও দিন দেখাতেই চেষ্টা করে
মামলায় জয়পরাজয় প্রায়শ তাদের চাতুর্যে ভরা
কড়ির অভাবে বহু মামলাকারী হচ্ছে দিশেহারা।
উকিলদের যুক্তিতর্ক ও সবই যেন দাবার চাল
চালের ভুলে ‘সত্য’কেও হতে হয় বেশ বেহাল
এমন ঘটনা দেখতে হলে যেতে হবে আদালতে
অর্থের বিনিময়ে বহু অপরাধী থাকে দুধেভাতে।