জানিনা, তুমি আদৌ দেবদূত হয়ে এলে কিনা?
কিবা দেশের জনগণকে অশিক্ষিত ভাবলে কিনা?
তবে নির্বাচনের প্রাক্কালে জনগণের সামনে
ভাষণ দিতে এসে এ কী বললে ময়দানে?
বেশ তো সুন্দর মুখরোচক কাহিনী করলে রচনা!
ওহে স্বঘোষিত দেবদূত, জনতাকে এ কী শোনালে?
তাদের নয়নের মনি ভেবে তোমাকে দেখতে হলে
জীবনযাত্রার মানের উন্নয়ন নাই-বা হলো
খিদের জ্বালায় না-হয় রোজ পেট জ্বললো
তবু তোমাকে জেতানো চাই দৃষ্টিসুখ মেটাতে হলে।
হায়রে, যখন জনগণের বাঁচার সংকট শিয়রে
ঘোর দুর্দিন ঠকঠক করে দুয়ারে কড়া নাড়ে
তাদের সামগ্রিক উন্নয়নের কথা ভুলে
কে, এই স্বপ্ন দেখাতে আসে কোনকালে?
তাকে ভোটে জেতাতে কে একথা বলতে পারে?
জানিনা, ঘোর দুর্দিনে আরও কী দেখতে হবে!
এসব শুনে প্রতিবাদে জনগণ ঘুরে দাঁড়াবে কবে?
হায়রে, দৃষ্টিসুখে কি কারো পেট ভরে?
বেকারত্ব অভাব অনটন যখন ঘরে ঘরে
কে জানে, জনগণ কোন বিষয়কে প্রাধান্য দেবে?