হেই, হেই করেও হলো না!
ঘোড়ার পিঠে মারলো চাবুক দু’ চার খানা।
দেখছে গাড়োয়ান তবু গাড়ির চাকা ঘুরছে না।
হলো এ কী কান্ডখানা!
গাড়ি ছুটবে না মানে?- চাকায় ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে কেন?
শিল্পে উন্নয়নের চাকা থমকে আছে যেন!
হঠাৎই বাতাসে ভেসে এলো এ কী দৈববাণী!
‘শিল্পে বিদ্যুৎ মাসুলের হিসাব রাখোনি?
কলের চাকা ঘোরাবে বিদ্যুৎ কিনে চড়া দরে?
এমন হলে কোন শিল্পপতি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারে?
বুঝলে বাপু, ঘোড়ার পিঠে চাবুক মারলেও হবে কী?
কলের চাকা ঘুরবে নাকি?’