কেন যে লাল রং দেখলেই মনে জাগছে ভয়!
বললো ক'জন এটি ফোবিয়া বলেই মনে হয়।
গোধূলিতে আকাশ লাল হলে বুক করে দুরুদুরু
সেই শুরু, দীর্ঘসময় গেলেও জগদ্দল পাথরের
মতো বুকের ভিতর কী যেন চেপে ধরে!
তখন মনে হয় একারণে হবে কি জীবন সংশয়?
রাতে মোটেও ঘুম আসে না, মনে জাগে ভয়।
পাশ ফিরে শুলেও স্বস্তি মিলে না,
জগদ্দল পাথরটা মোটেও নড়াচড়া করে না।
চেয়েছি মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ।
কী জানি, তাদের মনে জাগছে কি সংশয়?
বোধ হয় ভাবছে তারা এ ব্যাধি সেরে ওঠার নয়।
ওই যে আকাশে উড়ছে লাল রঙের ঘুড়িটা
গোত্তা খেয়ে বার কয়েক চড়কির মতো ঘোরার পরেও আকাশে উড়লো আবার, কী দরকার ছিল আবারো
মাথা তুলে আকাশে ওড়ার?
বইতে পারি আর কত যন্ত্রণার ভার?
ইষ্টদেবতার নাম জপ করে রোজ সকাল সন্ধ্যায়
বলি তাঁকে, ঠাকুর কিছু একটা করো তোমার এই সেবকের জীবন রক্ষায়।