চারিদিকে ছড়িয়ে আছে অজস্র জীব ও জড়
সমস্ত শক্তিতেও তন্নতন্ন করে খুঁজতে পারো
খুঁজতে পারো আমি কোথায় ও কিরূপ?
বাদ যাবে কেন আমার প্রকৃত স্বরূপ?
উন্নত যন্ত্র দিয়েও গ্রহগ্রহান্তরে খুঁজতে পারো।
এই কাজে চোখের দৃষ্টি সর্বদা বাইরের দিকে
সজাগ থাকলেও মনের অন্তর্দর্শন করবে কে?
সেদিক উপেক্ষা করবে নাকি?
অন্তর্দর্শন কাজ বাদ দেবে কি?
সেটি বাদ দিয়ে আমার খোঁজ পেয়েছে কে?
দীর্ঘ প্রচেষ্টায় অন্তর্মুখী দৃষ্টির খুবই প্রয়োজন
ক্যামেরা ঘুরিয়ে করতে হবে আরাধ্য সাধন
রত্নের সন্ধান কে সহজে পেয়েছে?
খনি খুঁড়ে অন্ধকূপে নামতে হয়েছে
একাজে স্থির করতেই হবে এই অশান্ত মন।