বলছো বটে নদীতে বাঁধ দিয়েছো পাকা
ঘটেছে যে কী সেটি যায় না চোখে দেখা
ধস নেমে জলে মিলিয়ে গেছে বাঁধ
বুঝতে বাকি বুলি আউড়েছ ফাঁকা?
মনে বিঁধেছে অসংগতির হাজারো খটকা।

এবার আর দিতে যেওনা ফাঁকা আওয়াজ
আকাশে মেঘ জমেছে, পড়তে পারে বাজ
তখন সুরক্ষা দেওয়ার থাকবে কে?
নদী গতিপথ বদলে যাবেই বেঁকে
সেসময় কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ।

দেখছ নাকি দুপুর গড়িয়েছে, যাচ্ছে বেলা
করবে কী শুরু হলে ‘খেলা ভাঙ্গার খেলা’
পা- বাড়াবে কি তখন বৈতরণীর দিকে
জীবনবোধ জাগেনি যখন আগে থেকে?
খুব দূরেও নয় ঘনিয়ে আসতে সেই পালা।